Dakhsin Dinajpur : কবিগুরুর জন্ম জয়ন্তী উদযাপন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে

আরও পড়ুন

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতি বছরের মত এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় কবিগুরুর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। ফুল ও মালা দিয়ে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা জানান জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ ইসলাম, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনরা। পাশাপাশি কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়।

অন্যদিকে বালুরঘাট পুরসভার পক্ষ থেকেও কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন প্রথমে বালুরঘাট পুরসভা সংলগ্ন রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। পরে পুরসভার তরফ থেকে বালুরঘাট থানার বড় কবিগুরুর মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close