Kumarganj : মাঠে কাজে নেমে বজ্রাঘাতে হতাহত ২

আরও পড়ুন

বুধবার দুপুরে মাঠে ধান রোপনের সময় বাজে পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের কাটলার মাঠে। মৃত ওই মহিলার নাম মণি বেসরা। বয়স ৩৫ বছর। ঘটনায় গুরুতর আহত হন আরেক মহিলা। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আহত ওই মহিলার নাম আরতি টুডু। বয়স ২৮ বছর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারের সদস্যদের ওপর।

সূত্রের খবর, বুধবার তিনজন মহিলা ধান রোপনের জন্য পশ্চিম কাটলার মাঠে যান। দুপুরে শুরু হয় বজ্রপাত-সহ বৃষ্টি। আচমকাই বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন মণি বেসরা। আহত হন আরতি টুডু। মাঠে কর্মরত বাকি সদস্যরা এসে তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকেরা মণিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরতি।

ফোর্টিন টাইমলাইন, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close