দণ্ডিকাণ্ডে অভিযুক্ত বালুরঘাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন প্রদীপ্তা চক্রবর্তীকে বৃহস্পতিবার আইনি নোটিস পাঠাল পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপ্তা চক্রবর্তীকে দেখা করতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে দেখা করতে বলা হয়েছে তাকে। বৃহস্পতিবার পুলিশের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রাহুল দে। তবে তিনি জানিয়েছেন, বিচারধীন বিষয় হওয়ায় এনিয়ে তিনি কোনও মন্তব্যে নারাজ।
এবিষয়ে সরব হয়েছে জেলা বিজেপি ৷ শুধু আইনি নোটিশ পাঠানো নয় অবিলম্বে গ্রেফতার করতে হবে অভিযুক্তকে। পাশাপাশি তার বিরুদ্ধে এসসি এসটি আইন লাগু করতে হবে। তৃণমূল নেতার নির্দেশ ছাড়া পুলিশ যে কোনও কাজ করে না তা আরও একবার প্রমাণিত ৷
যদিও এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, এটাই তৃণমূল কংগ্রেস ৷ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই প্রদীপ্তা চক্রবর্তীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন পুলিশ আইনি নোটিশ ও পাঠিয়েছে। পুলিশ ভালভাবে কাজ করছে। দলকে সাধুবাদ জানাবো । আগামীদিনেও দলের ঊর্ধ্বে গেলে পরে তার বিরুদ্ধে এমনই ব্যবস্থা নেওয়া হবে।
বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।