Dakshin Dinajpur : হিলি থেকে উদ্ধার কোবরার তরল বিষ

আরও পড়ুন

সীমান্তে সন্দেহজনক একটি জার ভর্তি সাপের তরল বিষ উদ্ধার করল ১৩৭ ব্যাটেলিয়ান বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলির গয়েশপুর বিওপির পাহান পাড়া সীমান্তে উদ্ধার করা হয়েছে ওই বিষ। বিষের আন্তর্জাতিক বাজার মূল্য ১৩ কোটি টাকা। তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হয় দুই পাচারকারী।

সূত্রের খবর, বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি বিশেষ সূত্রে নিজস্ব গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল। সেই অনুযায়ী সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ সীমান্তের ভারতীয় গ্রাম পাহানপাড়া এলাকায় গোপনে অপেক্ষা করতে থাকে বিএসএফ দল। কিছু পরেই বাংলাদেশ থেকে দুই চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে আসে। তারা ভারতীয় ভূখন্ডে প্রবেশ করতেই বিএসএফ তাদের দাড়াতে বলে। কিন্ত তারা বাংলাদেশের দিকে ছুটতে শুরু করে। তাদের আটকাতে এক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। কিন্ত ওই দুই পাচারকারীকে ধরতে পারা যায়নি। এরপরেই পাচারকারীদের ফেলে যাওয়া সামগ্রীর তল্লাশি শুরু করে সীমান্ত প্রহরীরা। উদ্ধার হয় একটি জার। যেখানে লিখা হয়েছে মেড ইন ফ্রান্স। সেই জারের মধ্যে তরল দ্রব্য কোবরা সাপের বিষ বলে মনে করছে বিএসএফ।

১৩৭ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিএসএফের গুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার সাপের বিষের জার বালুরঘাট রেঞ্জের বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে সোমবার দুপুরে।

দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close