অবশেষে পঞ্চায়েত ভোটের জন্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেলেও দক্ষিণ দিনাজপুরের উদ্দেশে রবিবার সকালে শিলিগুড়ি থেকে রওনা দেয় কেন্দ্রীয় বাহিনীর বাস। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বালুরঘাটে এসে পৌঁছয় আধা সামরিক বাহিনীর দলটি। বালুরঘাট থানার পক্ষ থেকে তাদেরকে বালুরঘাটের চকবাকর এলাকার নাট্য উৎকর্ষ কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়।
জেলা প্রশাসন সূত্রের খবর- দক্ষিণ দিনাজপুরে এদিন মাত্র এক কোম্পানীর আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছে। আগামীকাল, সোমবার থেকে জেলার বিভিন্ন স্থানে আধা কেন্দ্রীয় সামরিক বাহিনী রুট মার্চ করবে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।