শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তৃণমূলের মনোনীত প্রার্থী হলেন চুমকি ঘোষ। দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী মনোনীত হয়েছেন তিনি। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার সর্বকনিষ্ঠ প্রার্থী চুমকি।
সূত্রের খবর, ২৩ বছর বয়সী চুমকি ঘোষ হিলি গভর্নমেন্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা চঞ্চল ঘোষ একজন ক্ষুদ্র হাট-ব্যবসায়ী। ওই তরুণীর উচ্চতা বড়জোর মেরেকেটে ২ ফুট। শারীরিক প্রতিবন্ধকতাও রয়েছে তার। সব প্রতিবন্ধকতাকে কাটিয়ে লেখাপড়ার সঙ্গে রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি।
দৈনিক সকাল হলেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে আসন্ন ভোটের প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি। দুপুরে ক্ষণিকের জন্য বিশ্রাম, ফের বিকেলে প্রচারে বেরোচ্ছেন ওই তরুণী। পরিবারের তরফে মা-বাবাকে সবসময় পাশে পাচ্ছেন। নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই পঠন-পাঠনে প্রভাব পড়ছে। তবুও সময় করে পড়তে বসে খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করছেন চুমকি।
ফোর্টিন টাইমলাইন, হিলি, দক্ষিণ দিনাজপুর।