Balurghat: তোলা আদায়ের অভিযোগে পুলিশের গাড়ি আটক

আরও পড়ুন

যারা নিয়মিত রোড ট্যাক্স দিয়ে কৃষি পণ্য বহন করছেন, সেই ট্রাক্টর, হার্ভেস্টর চালকদের উপর জুলুমবাজি চালানোয় বেঁকে বসলেন তারা। অর্থের অঙ্ক বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে খোদ পুলিশের গাড়িই আটকে বসলেন কৃষক, ট্রাক্টর চালক-মালিকেরা। সোমবার এমন ঘটনায় উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটের পশ্চিম কৃষ্ণপুর এলাকা। এ অঞ্চলের কৃষক কালিদাস ঘোষের বক্তব্য- পুলিশের গাড়িগুলি কাশীপুর, পাগলিগঞ্জের দিক থেকে ঢুকে ট্র্যাক্টর, হারভেস্টার (ফসল কাটার যন্ত্র) চালক-মালিকদের আটকে দশ-পনেরো হাজার টাকা করে তোলা আদায় করছে। ফলে, বেঁকে বসেছেন ট্রাক্টর চালক, মালিকেরা। কৃষক কালিদাসবাবু আর কি কি বলেছেন শুনুন-

এদিনের কৃষক আন্দোলনের রেশ টেনে ট্রাক্টর মালিক কাজল প্রামাণিক কি বলেছেন শোনাব-

পাশাপাশি, ট্রাক্টরগুলিকে মাঠে নেমে পাকা ফসল তুলতে দিচ্ছে না পুলিশ বলে অভিযোগ করেছেন কৃষক অনিল কিস্কু। শুনব তার মুখের কথা-

ট্র্যাক্টর, হারভেস্টার মালিক-চালকেরা তাদের যানবাহন বন্ধ করে দেওয়ায় রীতিমতো ফুঁসে উঠেছেন বালুরঘাটের পশ্চিম কৃষ্ণপুরের কৃষকেরা। যার ঢেউ আছড়ে পড়েছে সমগ্র বালুরঘাটের জেলা সদরে। যদিও এ ব্যাপারে দক্ষিণ দিনাজপুর ট্রাফিক পুলিশের ডি এস পি বিল্বমঙ্গল সাহা গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তারা পুলিশকে আটকে রেখেছেন কি না সেই বিষয়টিও তার অজানা। তবে, বেআইনি ট্রাক্টর চালকদের বিরুদ্ধে বৈধ কাগজ-পত্র না থাকার কারণে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন বিল্বমঙ্গলবাবু। গ্রামবাসীদের অভিযোগ ডাহা মিথ্যে বলেও শ্রী সাহা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন। অন্যদিকে, গ্রামবাসীদের পক্ষ থেকে উঠে আসা অভিযোগগুলি যে তিনি খতিয়ে দেখবেন, সেকথাও তিনি জানিয়েছেন।

Bappa Halder, West Krishnapur, Balurghat

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close