Dakshin Dinajpur : দণ্ডি কাণ্ডে পুলিশের সঙ্গে দেখা করলেন প্রদীপ্তা চক্রবর্তী

আরও পড়ুন

দণ্ডি কাণ্ডে পুলিশের সঙ্গে দেখা করলেন প্রদীপ্তা চক্রবর্তী। আজ সকাল সাড়ে দশটার দিকে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় দেখা করেন প্রদীপ্তা চক্রবর্তী। এই মামলার আইও ডিএসপি ডিএনটি প্রদীপ সরকারের সঙ্গে দেখা করেন এবং তিনি সব রকম ভাবে কো-অপারেট করেছেন বলে খবর ৷ এই বিষয় নিয়ে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ডিএসপি ডিএনটি প্রদীপ সরকার। যদিও তদন্তের স্বার্থে এনিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি।

সূত্রের খবর, গত বুধবার পুলিশের তরফ থেকে অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠানো হয়। দণ্ডি কাণ্ডের বিষয় নিয়ে দেখা করতে বলা হয় পুলিশের সঙ্গে। সেই নোটিশ পাওয়ার পরই সোমবার এই মামলার আইও ডিএসপি ডিএনটি প্রদীপ সরকারের সঙ্গে দেখা করেন প্রদীপ্তা চক্রবর্তী।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close