Dakhin Dinajpur : বেছে বেছে শুধু বালির ট্রাক্টরকে জরিমানা করা নিয়ে বিক্ষোভ

আরও পড়ুন

শুধু বালু পরিবহনের ট্রাক্টরকে জরিমানা করা হচ্ছে, এমনই অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। স্থানীয় ব্লক ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধেই মূলত অভিযোগ ট্রাক্টর মালিক ও চালক কর্মীদের ৷ নিত্যদিন এমনটা করা হচ্ছে। যার ফলে ট্রাক্টর ব্যবসায় ব্যাপক লোকসান হচ্ছে৷ এমন চলতে থাকলে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। এক একটি ট্রাক্টরকে ১০ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে৷ এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক ট্রাক্টর চালক-মালিকরা।

সূত্রের খবর, এদিন সকাল সাতটা থেকে পথ অবরোধ শুরু হয়। যা পুলিশি হস্তক্ষেপেও সকাল দশটার দিকেও ওঠেনি। এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট এবং পতিরাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। যদিও পুলিশ নয় এনিয়ে ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলেই সাফ জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। অনেকে ঘুরপথে ঘুরিয়ে মালদা ও রায়গঞ্জের দিকে গাড়ি চলাচল শুরু করে। পথ অবরোধের জেরে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। অবরোধ তোলার জন্য সবরকম চেষ্টা চালায় পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close