দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর বাঁধ সংলগ্ন এলাকা থেকে শিশু ভ্রূণ উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্রেয়ী নদীর সরোজ সেতু সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এমন ঘটনাটি। তারা দেখতে পান কুকুর মুখে করে একটি মানব শিশু ভ্রূণ নিয়ে আসছে। এরপর তড়িঘড়ি বালুরঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালুরঘাট থানার পুলিশ।
বালুরঘাটের আত্রেয়ী নদী বাঁধ সংলগ্ন এলাকায় রয়েছে বালুরঘাট পুরসভার মাতৃসদন নার্সিংহোম। স্থানীয়দের অনুমান, ওই নার্সিংহোমের থেকেই এই মানব শিশু ভ্রূণটি এসেছে। মনে করা হচ্ছে, নার্সিংহোমের আবর্জনার সঙ্গে ওই ভ্রুণ ডাস্টবিনে ফেলা হয়েছে। সেখান থেকেই কুকুর মুখে করে নিয়ে আসতে পারে। যদিও এবিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, কিভাবে, কোথা থেকে ওই শিশু ভ্রূণটি এল, তা পুলিশের তদন্ত করে দেখা উচিৎ।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।