Dakshin Dinajpur : রক্ত সংকট দূর করতে এগিয়ে আসল জেলা প্রশাসন

আরও পড়ুন

তীব্র গরম পড়তেই জেলা জুড়ে দেখা দিয়েছে রক্ত সংকট। আর এই রক্ত সংকট দূর করতে এগিয়ে আসল জেলা প্রশাসন সহ জেলা পরিবহন দফতর। বুধবার জেলা প্রশাসন ও দক্ষিণ দিনাজপুর ভলান্টি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ভবন চত্বরের বালুছায়া সভাগৃহে এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনে উপস্থিত ছিলেন জেলা পরিবহন দফতরের আধিকারিক সন্দীপ বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলা পরিবহন দফতর সূত্রে জানা যায় প্রায় ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই দিনের রক্তদান শিবিরে।

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলাতে মূলত বালুরঘাট জেলা হাসপাতালে এর উপর ভরসা করে থাকে জেলাবাসী। কিন্তু বেশ কিছুদিন যাবত জেলা হাসপাতালে রক্ত সংকট দেখা দেওয়ার ফলে বিপাকে পড়েছে বহু সাধারণ মানুষ। চিন্তাভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবহন দফতর সূত্রে জানা যায়।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close