Dakshin Dinajpur : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দোকান

আরও পড়ুন

রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে গেল দুটি দোকান। দুটি দোকানের মধ্যে একটি কাঠের অন্যটি চায়ের। গতকাল গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চ্যামটা এলাকায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে ততক্ষণে আগুনে পুড়ে পুরো ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান। সব মিলিয়ে প্রায় ৫ – ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের। সর্বস্বান্ত হওয়া দুটি দোকানের মালিক সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। কেউ দোকানে আগুন লাগিয়েছে বলেই প্রাথমিক অনুমান ক্ষতিগ্রস্ত দোকানদারদের। এদিকে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট দমকল কেন্দ্রের কর্মী ও পুলিশ প্রশাসনিক আধিকারিকরা৷

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close