কল আছে, কিন্তু জল নেই। দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানতে পেরেই বৃহস্পতিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে তার দত্তক নেওয়া গ্রাম চকরাম প্রসাদ গ্রামে গিয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে দেখা যায়। এদিন ঘটনাস্থলে সাংসদ সুকান্ত মজুমদার যাওয়ার পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
সূত্রের খবর, চকরাম প্রসাদ গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের ট্যাপ দেওয়া হয়। এক বছরের বেশি সময় আগে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি ট্যাপ পৌঁছলেও পৌঁছয়নি জল। খরার মরসুমে চরম জল কষ্টে ভোগেন গ্রামবাসীরা। বিশেষ করে বাড়িতে ট্যাপ থাকা সত্ত্বেও তাতে জল না পড়ায় ক্ষুব্ধ হয় এলাকার মানুষ। চকরাম প্রসাদ গ্রামটি দত্তক নিয়েছেন বালুঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু তার দত্তক নেওয়া গ্রামে জল কষ্টের ঘটনায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি হওয়ায় এবং সুকান্ত মজুমদার দত্তক নেওয়ায় চকরাম প্রসাদ গ্রামের কোনও উন্নয়ণ করছে না, উন্নয়ণের কাজ করতেও দিচ্ছে না বলে অভিযোগ।
চকরাম প্রসাদ গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্য মামনি বর্মন জানান, তৃণমূলের পঞ্চায়েত এবং বিজেপির গ্রাম সংসদ হওয়ায় এই গ্রামে কোনও কাজ করছে না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত।
এদিন বালুঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, পিএইচই থেকে বাড়ি বাড়ি জল প্রকল্পের নিম্নমানের কাজ হয়েছে। বিষয়টি পিএইচইকে জানাবো। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জল প্রকল্প কেন জল পাচ্ছে না বিষয়টি কেন্দ্রীয় টিমকে তদন্ত করার কথা বলা হবে। তিনি কি বলেছেন শুনব-
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।