বংশিহারী থানার ২ নম্বর ব্ৰজবল্লভপুর অঞ্চলের কুশুম্বা এলাকার ধামুয়াতে রবিবার বিকেল ৩টা নাগাদ জেসিবি দিয়ে ১২ বিঘা জমি পুকুর খুড়তে গিয়ে ৩টি ঠাকুরের মূর্তি পাওয়া যায়। ওই পুকুরটি এবার প্রথম মাটি কাটা হয় জেসিবি দিয়ে। দুটি বিষ্ণু মূর্তি এবং একটি দুর্গা মূর্তি পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। মূর্তি ৩টি ধীরেন মাহাতো তার বাড়ির দুর্গা প্রতিমার মন্দিরে রেখে দিয়েছেন।
বংশিহারী থানার পুলিশ খবর পেয়ে কুশুম্বার ধামুয়াতে যায় মূর্তি উদ্ধার করার জন্য কিন্তু কুশুম্বার লোকজন মূর্তিগুলি দেবেন না বলে জানান। এছাড়াও ধীরেন মাহাতো তিনি নিজে থানার আধিকারিককে জানান- মূর্তিগুলিকে ওই দুর্গা মন্দিরে স্থাপিত করা হবে এবং সেই সঙ্গে পূজাও করা হবে। এই মূর্তিগুলি তারা পুলিশের হাতে তুলে দেবেন না বলে জানান। তবে এক প্রকার নিরাশ হয়ে পুলিশকে ফিরতে হয়। সেই খবর গতকালই দেখানো হয়েছিল টাইমস ফোর্টিন বাংলার পর্দায়। অধিকাংশেরই মত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে যে কোনও মুহূর্তে চুরি হয়ে যেতে পারে উদ্ধার করা মূর্তিগুলি।
দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থেকে ইন্দিরা মিশ্রের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।