Dakshin Dinajpur : বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই , রেজাল্ট পেতে পড়ুয়াদের নাভিশ্বাস

আরও পড়ুন

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য। পরিকাঠামোরও অভাব। যার জেরে আটকে রয়েছে পড়ুয়াদের পরীক্ষার ফলাফলও। এমতাবস্থায় চরম বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাই শুক্রবার ধর্নায় বসেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অনির্দিষ্টকালের জন্য এই ধর্না চলবে বলে দাবি তাদের । কোনও রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে নয়। এই প্রথম একেবারে সাধারণ ছাত্র-ছাত্রীরাই এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থার কথা একাধিকবার উচ্চশিক্ষা দফতর ও রাজভবনে জানানো হয়েছে। রাজ্যপালের তরফে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-র নাম ঘোষণা করা হয়। এরপরেও রাজ্য ও রাজ্যপালের সংঘাতের জেরে তিন মাসের বেশি সময় যাবৎ উপাচার্যহীন রয়েছে দক্ষিণ দিনাজপুরের এই বিশ্ববিদ্যালয়টি। চলতি বছরের গত ১৪ মার্চ থেকে হাইকোর্টের নির্দেশে উপাচার্যের পদ থেকে সঞ্চারী রায় মুখ্যোপাধ্যায়কে সরানো হয়। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ে নেই কোনও স্থায়ী উপাচার্য। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে। তা না হলে আগামীদিনে তারা আরও বড় রকমের আন্দোলনে নামবেন এবং এই ধর্ণা অবস্থান লাগাতার চালিয়ে যাবেন।

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close