Dakshin Dinajpur : পুকুর খুড়তে গিয়ে তিনটি পাথরের মূর্তি উদ্ধার

আরও পড়ুন

পুকুর খুড়তে গিয়ে উদ্ধার হল তিনটি ঠাকুরের পাথরের মূর্তি। রবিবার দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থানার ২ নম্বর ব্ৰজবল্লভপুর অঞ্চলের কুশুম্বা এলাকার ধামুয়াতে মূর্তিগুলি পাওয়া গেছে। মূর্তি তিনটি স্থানীয় বাসিন্দা ধীরেন মাহাতো তার দুর্গা মন্দিরে রেখে দিয়েছেন। এমন ঘটনার খবর পেয়ে বংশিহারী থানার পুলিশ কুশুম্বার ধামুয়াতে যায় মূর্তি উদ্ধারের জন্য। কিন্তু কুশুম্বার বাসিন্দারা মূর্তিগুলি দেবেন না বলে জানিয়েছেন। এছাড়াও ধীরেন মাহাতো থানার আধিকারিককে জানান, মূর্তিগুলিকে ওই দুর্গা মন্দিরে স্থাপিত করা হবে এবং সেইসঙ্গে পুজোও করা হবে। এক রকম নিরাশ হয়েই পুলিশকে সেখান থেকে ফিরে যেতে হয়।

তবে বিশেষজ্ঞদের মতে, যদি মূর্তিগুলি সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না করা হয় তবে পুরা তস্করেরা এই মূর্তিগুলি চুরি করে অন্যত্র বিক্রি করে দেবে।

দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close