দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল তৃণমূলের পক্ষ থেকে। শুক্রবার পঞ্চায়েত ভোটে জেতা পঞ্চায়েত সমিতির সমস্ত প্রার্থীরা উপস্থিত হয় বংশীহারী ব্লকে। এদিন পঞ্চায়েত সমিতি গঠনের জন্য বংশীহারী ব্লক এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বংশীহারী থানার পুলিশ বংশীহারী ব্লক এলাকা-সহ ব্লক চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। বংশীহারী ব্লকে পঞ্চায়েত সমিতিতে সভাপতি হল গণেশ প্রসাদ এবং সহ-সভাপতি রিতা মাহাত। তৃণমূলের পক্ষ থেকে এই দু’জনকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পঞ্চায়েত সমিতি গঠনের জন্য প্রচুর তৃণমূল কর্মী উপস্থিত হয় ব্লক চত্বরে।
দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।