Dakhin Dinajpur : আদিবাসীদের ডাকা বন্ধে বিপুল সারা বালুরঘাটে

আরও পড়ুন

দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার-সহ একাধিক দাবিতে সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান।

সূত্রের খবর, রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও সোমবার সকাল ছ’টা থেকে বনধ পালিত হয়। বনধের কারনে বালুরঘাট পুরসভা পরিচালিত প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস চলাচল করেনি। এদিকে সরকার অধিগৃহীত স্টেট বাসস্ট্যান্ডে বাস দাঁড়িয়ে থাকলেও সেভাবে দেখা নেই যাত্রীদের। বেসরকারি বাস চলাচল না করলেও সকালে সরকারি বাস চলাচল করেছে। এদিকে অপ্রীতকর ঘটনা এড়াতে বালুরঘাট শহরজুড়ে বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে আদিবাসীদের ডাকা বন্ধ যে সর্বার্থে সফল তা এদিনের শহর পরিক্রমাতেই পরিষ্কার

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close