ভারোত্তোলনে রুপো, ব্রোঞ্জের পর এবার সোনার পদক ভারতের। অন্যতম ভারোত্তোলনকারী মীরাবাঈ চানু কমনওয়েলথ গেমস-এ মহিলাদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে সোনা জিতে রীতিমতো নজির গড়েছেন। । ভারতবাসীর মন জয় করার সঙ্গে সঙ্গে তিনি প্রত্যেকের মুখ উজ্জ্বল করেছেন।
কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ কেজি ও দ্বিতীয় প্রয়াসে তোলেন ৮৮ কেজি ভার তোলেন ।এরপর ফাইনালে ক্লিন অ্যান্ড জার্ক দুই স্ন্যাচে যথাক্রমে ১০৯ ও ১১৩ কেজি তুলে সোনার পদক নিশ্চিত করেন। এটি তার ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি কমনওয়েলথ গেমসের মঞ্চে নতুন রেকর্ড ।
টাইমস ফোর্টিন ব্যুরো, বার্মিংহাম , ইংল্যান্ড।