Commonwealth Games 2022 : সোনা জয়ের হ্যাটট্রিক ভারতের

আরও পড়ুন

কমনওয়েলথ গেমসে ভারতের একের পর এক সাফল্য আসছে প্রথম থেকেই। বিশ্ববাসীর কাছে নজর কেড়েছেন ভারতীয় খেলোয়াড়েরা। আবারো এক নজিরবিহীন ঘটনার স্বাক্ষী থাকলো বিশ্ববাসী। কমনওয়েলথে গেমসে একই দিনে পর পর তি’নটি সোনা জিতল ভারত। একের পর এক ম্যাচে বিপক্ষকে হারিয়ে জয়ের মুকুট মাথায় পড়ছেন ভারতীয় খেলোয়াড়েরা । বজরং, সাক্ষীর পর এবার দীপক পুনিয়া ভারতের হয়ে সোনা এনে দিল পুরুষদের ৮৬ কেজি বিভাগে কুস্তি লড়ে । এই নিয়ে কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত মোট নয়টি সোনা জিতল ভারত।

এই ঘটনা ভারতীয় কুস্তির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই দিনে পর পর তিনটি সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখাল ভারত। পুরুষদের ৮৬ কেজি বিভাগে ফাইনালে নেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় কুস্তিগার দীপক পুনিয়ার প্যাঁচে হেরে যান পাকিস্তানের মহম্মদ ইনাম। শেষ চালে কিস্তিমাত করেন দীপক।
পাকিস্তানের মহম্মদ ইনামকে ৩-০ পয়েন্টে হারিয়ে কমনওয়েলথ গেমসে নিজের নামে প্রথম সোনা জিতলেন হরিয়ানার দীপক পুনিয়া ।

টাইমস ফোর্টিন ব্যুরো, বার্মিংহাম , ইংল্যান্ড।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close