Kolkata : ঝড়ে লন্ডভন্ড ইডেন, মাঠের পরিস্থিতি ঘুরে দেখলেন সৌরভ

আরও পড়ুন

মাঝে বাকি আর মাত্র তিনদিন। ২৪ ও ২৫ তারিখ ইডেনে (Eden Garden) আইপিএলের প্লে অফ (IPL Play off) ম্যাচ। কিন্তু তার আগেই শনিবারের ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেলো বাংলার গর্বের ময়দানটি। যা নিয়ে মহা দুশ্চিন্তায় ইডেনের আধিকারিকরা। ইতিমধ্যেই বাংলার নন্দন কাননের পরিস্থিতি সরেজমিনে দেখতে বেহালার বীরেণ রায় রোডের বাড়ি থেকে ছুটে এলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangadhyay)।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কি অবস্থা দেখলেন ইডেন গার্ডেনের (Eden Garden) ? রীতিমতো ঝড়ের দমকা হাওয়ায় ভেঙে গেছে প্রেস বক্সের কাঁচ। উড়ে গেছে ময়দানের পিচের ঢাকনা। যদিও বড় রকমের বিপত্তি ঘটেনি তথাপি ইডেনে খেলার অবস্থা নিয়ে ভাবছেন কর্তারা। কারন,মাঠে জল থৈ থৈ অবস্থা।

পুরো পরিস্থিতি ঘুরে দেখতে শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ইডেনে পা রাখেন বিসিসিআই (Board of Control for Cricket in India) সভাপতি। খতিয়ে দেখে নেন ম্যাচ চালানোর প্রস্তুতি। হাওয়া অফিসের পূর্বাভাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিলই,তাই পুরো ইডেন গার্ডেনকে মুড়ে ফেলা হয়েছিল বিশেষ ঢাকনার মোড়কে। যদিও ঝড়ের দাপটের সামনে ইডেনের একাংশের কভার গেছে উড়ে। ঢুকে পড়েছে বৃষ্টির জলও।

সি এ বি সূত্রের খবর, আশার কথা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি পিচের। এদিন ইডেন ঘুরে নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangadhyay) যার পর নাই খুশি। এদিন আসন্ন ম্যাচ নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় সি এ বি (Cricket Association of Bengal) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে।
প্রসঙ্গত, ইডেনে প্রথম প্লে অফের ম্যাচে এক রকম নিশ্চিত গুজরাতের বিপক্ষে নামছে রাজস্থান। এই ম্যাচে যে হারবে সেই দল ছিটকে পড়বে আইপিএল (Indian Premier League) থেকে। ইতিমধ্যেই আইপিএল জ্বরে কাঁপছে গোটা পূর্বাঞ্চল।

 

Fourteen Sports Desk, Kolkata

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close