Sri Lanka:নিজের দেশের জন্য অনশনে বসলেন ধামিকা প্রসাদ

ধামিকা প্রসাদ দেশের নেতাদের কাছে জনগণের ন্যায়বিচার দাবির জন্য অনশনে বসার সিদ্ধান্ত গ্রহন করেন

আরও পড়ুন

গত কিছু সময় ধরে শ্রীলঙ্কায় চরম অস্বস্তিকর পরিবেশ তৈরী হওয়ায় অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সমস্যার কারণে শ্রীলঙ্কাবাসী বেকায়দায় পড়ে গেছে। ফলে শ্রীলঙ্কার নাগরিকরা সরকারের বিরুদ্ধে শ্লোগান তোলার জন্য নানা জায়গায় আন্দোলন শুরু করছেন। শ্রীলঙ্কায় এখন পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। খুব তাড়াতাড়ি হয়তো এই পরিস্থিতির জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার সরব হন শ্রীলঙ্কার এক অভিজ্ঞ ক্রিকেটার।

শ্রীলঙ্কান ক্রিকেটার ধামিকা প্রসাদ শুক্রবার অনশন শুরু করেছেন। ধামিকা দেশের নেতাদের কাছে ইস্টার ডে সন্ত্রাসী হামলা এবং বর্তমান অর্থনৈতিক সঙ্কটের শিকার দ্বীপরাষ্ট্রের মানুষের কারণে ন্যায়বিচার দাবির জন্য এই পদক্ষেপ গ্রহন করেন। তিনি তিন বছর আগের ইস্টার সানডে বোমা হামলার অভিযুক্তদের বিচারের দাবিতেও প্রতিবাদ জানিয়েছেন।ধামিকা রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সচিবালয়ের কাছে এসপ্ল্যান্ডে রাজাপাকসেরই বিরুদ্ধেএকটি প্রতিবাদকারী দলের সাথে সামিল হয়েছেন। ধামিকা প্রসাদ তাঁর এক সাক্ষাৎকারে বলেন, “আমি বোমা বিস্ফোরণের শিকার সেই সমস্ত নিরপরাধ মানুষের বিচার চাই।” ৩৯ বছর বয়সী বোলার প্রসাদ ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের হয়ে ২৫ টি টেস্ট এবং ২৪ টি ওয়ানডে খেলে যথাক্রমে ৭৫ এবং ৩২ টি উইকেট নিয়েছিলেন।

ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার ওপর অর্থনৈতিক বোঝা ক্রমাগত বেড়েই চলেছে। বিরোধী দলের সাথে যুক্ত প্রাক্তন ক্রিকেটার অর্জুন রনতুঙ্গা এই নিয়ে আগেই সরব হয়েছিলেন। শ্রীলঙ্কা বর্তমানে তাদের স্বাধীনতার ইতিহাসে সবথেকে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও আশ্চর্যের ব্যাপার যে করোনা সময়কাল শুরু হওয়ার আগে অবধিও শ্রীলঙ্কায় অর্থনৈতিক অগ্রগতির মাত্রা ভারতের তুলনায় অনেক বেশি ছিল। কিন্তু আকস্মিক এই দুর্দশার কারণে এ দেশ এখন দেউলিয়া হওয়ার পথে হাঁটছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close