নিলামে এবার মারাদোনার জার্সি

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিয়োগো মারাদোনার 'হ্যান্ড অফ গড' বিখ্যাত ১০ নং জার্সিটি জনপ্রিয় হয়েছিলো। এই মাসের শেষের দিকে জার্সিটির নিলামের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আরও পড়ুন

বিশ্ব ফুটবলের জনপ্রিয় রাজা হলেন ডিয়োগো মারাদোনা। তারই সেই ঐতিহাসিক ‘হ্যান্ড অফ গড’ ১০ নংজার্সিটি নিলাম হতে চলেছে। জানা গিয়েছে যে,সোতেবাইয়ের উদ্যোগেই ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ঐতিহাসিক ঘটনার সাক্ষী জার্সিটি নিলাম হবে।যার মূল্য হবে ৫.২ মিলিয়ন মার্কিন ডলার।

Maradona Worldcup Victory

একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামী ২০ এপ্রিল জার্সিটির অনলাইনে নিলামের প্রক্রিয়া-করণ শুরু হয়ে যাবে। তার সাথে বিডিংয়ের সময়কাল অনুযায়ী, আগামী ৪মে পর্যন্ত সোতেবাইয়ের লন্ডন শোরুমে জার্সিটি রাখা হবে। ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচ জেতার পর মারাদোনা ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজকে জার্সিটি উপহার হিসেবে দিয়েছিলেন। স্টিভ হজ ইংল্যান্ডের জাতীয় মিউজিয়ামে জার্সিটি প্রদান করায় গত ২০ বছর ধরে জার্সিটি সেখানেই আছে।
এখনও পর্যন্ত ব্রাজিলের বিখ্যাত খেলোয়ার পেলের জার্সিটি সবচেয়ে বেশি দামে নিলাম হয়েছে।১ লক্ষ ৫৭ হাজার ৭৫০ পাউন্ডে বিক্রি হয়েছিলো। এরপর ডিয়োগো মারাদোনার জার্সিটি কত দামে নিলাম হয় সেটাই দেখার পালা।

Diego Maradona

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close