গতবার ২০২১-এ, আইপিএলে(IPL)-এ কেকেআরের(KKR) খারাপ পারফর্মেন্সের দীনেশ কার্তিকের নাম জড়িয়েছিল। ফলে, এই বছর কার্তিককে আর কেকেআর-এ রাখা হয়নি। কিন্তু, এই বছর দীনেশ কার্তিককে ৫.৫ কোটি দিয়ে কিনে নেয় আরসিবি(RCB)। আরসিবি কার্তিককে নিয়ে যে কোনো ভুল করেনি সেটা কাল কের ম্যাচেই কার্তিক প্রমান করে দিয়েছিলেন।ওয়াংখেড়ের স্টেডিয়ামে কাল সন্ধ্যায় যখন ডু প্লেসি, বিরাট কোহলি, অনুজ রাওয়াত আউট হয়ে গিয়েছিলেন, হাল ধরেছিলেন দীনেশ কার্তিক।
প্রথমে সময় নিলেও পরে কার্তিক তাঁর খেলা দেখতে শুরু করেছিলেন। মোস্তাফিজুর রহমান বল করতে আসলে তাকে একটি ওভারে চারটি বাউন্ডারি এবং দুটি ছক্কার সাহায্যে ২৮ রান দেন কার্তিক। দীনেশ কার্তিক জানেন তার কথা হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে ভাবা হবে না। কিন্তু, তিনি তাঁর লড়াই থামাননি। আইপিএল-এই তিনি তাঁর ক্ষমতা দেখিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তালিকায় থাকতে চান । অস্ট্রেলিয়ার মাটিতে একজন যোগ্য ফিনিশার প্রয়োজন ভারতের। সেক্ষেত্রে দীনেশ কার্তিক শেষ মুহূর্তে দলে ঢুকতে পারেন কিনা সেটাই দেখার।
সূত্রের খবর, জীবনে প্রচুর আঘাত পেয়েছেন কার্তিক। কিন্তু তাও ভেঙে পড়েননি তিনি। হাসিমুখে কার্তিক তাঁর সমস্যাগুলিকে কাটিয়ে উঠিয়েছেন।জানা গিয়েছে, একটা সময় ব্যক্তিগত জীবনেও শান্তি ছিল না তাঁর । কিন্তু পরে দিপিকা পল্লিকালকে বিয়ে করার পর যেন জীবন বদলে গিয়েছে দীনেশ কার্তিকের। এই মুহূর্তে দীনেশ কার্তিক যেন প্রতি ম্যাচেই কিছু প্রমাণ করার জন্য নামছেন। এবারের আইপিএলে ফিনিশারের ভূমিকায় বিদেশি ক্রিকেটারদের তুলনায় তিনি এখনো পর্যন্ত এগিয়ে আছেন। শেষ কয়েকটা বছর ঋষভ পন্থ, ঈশান কিষানদের নিয়ে প্রচুর চর্চা হয়েছে। তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি।কিন্তু, কালকে কার্তিকের খেলা দেখে মনে হচ্ছে তিনি তাঁর ক্ষমতা প্রমান করতে চান।