IPL :অবশেষে চেন্নাইয়ের প্রথম জয়

অবশেষে গতকাল চেন্নাই আইপিএল-এ ২ রান সংগ্রহ করলো। ২৩ রানে আরসিবিকে হারালো চেন্নাই

আরও পড়ুন

রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুকে (RCB )হারিয়ে গত মঙ্গলবার ১২ এপ্রিল ম্যাচ জয় করলো চেন্নাই সুপার কিংস(CSK)। মুম্বাইয়ের ডা.ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নামে ধোনির দল। দুই ওপেনার রবিন উথাপ্পা এবং শিবম দুবের দুর্দান্ত ইনিংসে সিএসকে(CSK)-র রান নির্ধারিত হয়। তাঁরা মোট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান করে। এরপর বেঙ্গালুরু তাদের লক্ষ্য পূরণ করতে গিয়ে ১৯৩ রান করে হেরে যায়।
বেঙ্গালুরুর ব্যাটিংয়ের প্রথম দিকে তাঁরা ভালো রান করতে পারেনি। মাত্র ৪২ রানেই ফিরে যেতে হয়েছিল ফাফ ডু প্লেসি, অনুজ রাওয়াত এবং বিরাট কোহলিকে। এরপর গ্লেইন ম্যাক্সওয়েল মাত্র ২৬ রান করেই জাদেজার বলে আউট হন। শাহবাজ আহমেদ এবং সুয়াশ প্রভুদেশাই অবশ্য ৩৩ বলে ৬০ রানের জুটি তৈরী করেন। কিন্তু ,মহেশ থিকসানার বলে শাহবাজ ৪১ ও প্রভুদেশাই ৩৪ রান করে মাঠ থেকে বিদায় নেন। হারের দোরগোড়ায় এসে তখন দীনেশ কার্তিক মাঠে নেমে ১৪ বলে ৩৩ রানের এক দারুন ইনিংস খেলেন। কিন্তু , ১৮ ওভারে ব্রাভোর বলে তাঁকে আউট হতে হয়। এরপর সেইভাবে কেউ দারুন ইনিংস খেলতে পারেননি। মোহাম্মদ সিরাজ ১৪ রান এবং হ্যাজেলউড ৭ রান করে অপরাজিত থাকেন।
দারুন বোলিংয়ের সাহায্যে থিকসানা চেন্নাইয়ের হয়ে একই ৪ উইকেট তুলে নেন। সঙ্গে রবীন্দ্র জাদেজা ৩ টি এবং একটি করে উইকেট পান মুকেশ ও ব্রাভো।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close