Quater : ফুটবল বিশ্বকাপ কভার করতে গিয়ে সাংবাদিক গ্রান্ট-এর রহস্যমৃত্যু

আরও পড়ুন

যুদ্ধক্ষেত্র, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ক্রীড়া যে কোনও ক্ষেত্রেই সাংবাদিকদের মৃত্যুর ঘটনা আকছার ঘটে। চলতি কাতার বিশ্বকাপেও তার ব্যাতিকম হল না। কাতারে বিশ্বকাপ কভার করতে গিয়ে প্রয়াত সাংবাদিক। মৃত ওই সাংবাদিক এর নাম গ্রান্ট ওয়াহ। বয়স ৪৮ বছর। ঘটনাটি ঘটেছে কাতারের লুসেই স্টেডিয়ামে। সূত্রের খবর- তিনি লুসেই স্টেডিয়ামে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন

কাতারে শুক্রবার ম্যাচ সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন আমেরিকার পরিচিত সাংবাদিক গ্রান্ট ওয়াহল (৪৮)। শুক্রবার আর্জেন্টিনা -নেদারল্যান্ডস ম্যাচের অতরিক্ত সময়ে তিনি মিডিয়া সেন্টারে অসুস্থ হয়ে পড়েন। হটাৎ করেই তাঁর বুক ব্যাথা শুরু হয়। কিন্তু গুরতর অসুস্থ হয়ে পড়া সাংবাদিকদের চকিৎসার জন্য মিডিয়া সেন্টারে উপযুক্ত পরিকাঠামো ছিল না ফলে অ্যাম্বুলেন্সের পরিবর্তে একটি ভাড়া করা গাড়িতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। গ্রান্ট ওয়াহল নামের সাংবাদিক টুইট করে জানান, তাঁর টিশার্ট এর উপর রামধনু আঁকা থাকায় তাঁকে আধঘন্টা আটকে রাখা হয়। ভাই এরিকের দাবি,‘আমি সমকামী আমার জন্যই স্টেডিয়ামে সাতরঙা টিশার্ট পরে গিয়েছিলেন গ্র্যান্ট। আমার দাদা সুস্থ সবল মানুষ ছিলেন। তিনি আমাকে জানিয়েছিলেন যে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি মনে করি- আমার দাদাকে খুন করা হয়েছে। এরিকের এই বক্তব্যে বেড়েছে রহস্য। গ্রান্টের ময়না তদন্ত রিপোর্টের জন্য বাড়ছে অপেক্ষা। ম্যাচের পর মিডিয়া সান্টাররে ফুটেজ খতিয়ে দেখেন আয়োজকরা। পাশাপাশি , বিশ্বের নানা দেশ থেকে আসা সাংবাদিকদের জেরাও করে স্থানীয় পুলিশ। গ্রান্ট ওয়াহল নামের সাংবাদিক টুইট করে জানান, তাঁর টিশার্ট এর উপর রামধনু আঁকা থাকায় তাঁকে আধঘন্টা আটকে রাখা হয়। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা কম দেখানোর বিরুদ্ধেও তিনি বেশ কিছু রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই কারণেই কি চক্রান্তের শিকার হয়ে ওয়াহলের মৃত্যু তা ভাবিয়ে তুলেছে সংবাদ মহলকে।

টাইমস ফোর্টিন ব্যুরো, কাতার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close