আইপিএল-এ জয় হার্দিকের, খুশি টাইটানসপ্রেমীরা

আরও পড়ুন

রবিবার সন্ধ্যেবেলায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুষ্ঠিত হয়েছিল IPL-এর ফাইনাল ম্যাচ। গুজরাত বনাম রাজস্থানের মধ্যে আয়োজিত হয় আইপিএল-এর ফাইনাল ম্যাচ। গুজরাত টাইটানস এর এমন জয়ে খুশি ‘হার্দিক-আর্মি’-রা এবং ক্রীড়ামহল।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থানের হয়ে প্রথমে ব্যাটে নামে জয়সওয়াল এবং বাটলার। জয়সওয়াল ২২ রান করে যশ দয়াল-এর বলে ক্যাচ আউট হয়ে যান। এর পর বাটলার ৩৯ রান করে হার্দিকের বলে আউট হন। ধারাবাহিকভাবে পরপর নামেন রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যানরা। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৯টি উইকেটের বিনিময়ে ১৩০ রান করেন। প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করেন বাটলার (৩৯) এবং সবচেয়ে বেশি উইকেট নেন হার্দিক (৩)।

এরপর গুজরাত টাইটান্স-এর হয়ে ব্যাটে নামে ঋদ্ধিমান সাহা এবং শুভম গিল। এদিনের ম্যাচে শুভম গিল এর দুর্দান্ত ব্যাটিং দর্শকের মন জয় করে নিয়েছেন। শুভম ৪৩ বলে ৪৫ রান (নট আউট ) করেন। এরপরই দর্শকের মন জয় করে হার্দিক পান্ডেয়ার ব্যাটিং। রাজস্থানের দেওয়া টার্গেট ১৮.১ ওভারেই করে ফেলে গুজরাত এবং আইপিএল এর জেতার খেতাব নিজেদের নামে করে নেয়।

Sports desk, Times 14 Bangla

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close