Badminton : ঐতিহ্যময় ইতিহাস গড়ল ভারত

সেমিফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে তাদের জায়গা করে নিল ভারত। এরপর, ফাইনালে সোনা জেতার টার্গেট ভারতের

আরও পড়ুন

প্রথমবার থমাস কাপে ভারতের পদার্পণ। পদক নিশ্চিত করেই ইতিহাসের পাতায় ঢুকে পড়েছিলেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়(HS Prannoy), কিদাম্বি শ্রীকান্ত(Kidambi Shrikant)-রা। শুক্রবার সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে ফাইনালে উঠল এইচএস প্রণয়রা। প্রথমবার থমাস কাপে ইতিহাস গড়ল ভারত। এবার থমাস কাপের ফাইনালে দেশকে পৌঁছে আরও গর্বিত করলেন তাঁরা।

জয়ের উল্লাস ভারতীয় ব্যাডমিন্টন দলের

সেমিফাইনালে মালেয়শিয়াকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করেছে ভারত। থমাস কাপে এটাই ভারতের সেরা পারফরমেন্স। এর ফলে রুপো নিশ্চিত করে সোনা জয়ের দিকে এগোচ্ছে ভারতীয় ব্যাডমিন্টন দল। এরপর ফাইনালে ভারত খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

শুক্রবার মালয়েশিয়াকে ৩-২ ব্যবধানে হারালো ভারত। এ দিন মালয়েশিয়ার বিরুদ্ধে জয়ের নায়ক ছিলেন রাই। প্রথম ম্যাচে নেমেছিলেন লক্ষ্য সেন। তিনি এ দিনও হেরে গেলেন। যদিও হতাশ করেন ১৩-২১, ১৩-২১ লক্ষ্যে হেরে যান ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। যদিও এর পর নেমেছিলেন ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তাঁরা ২২-২০, ২১-২৩, ২২-২০ গেমে হারিয়ে দেন কিম অস্ট্রুপ এবং ম্যাথিয়াস ক্রিশ্চেনসেনের জুটিকে। এরপরই খেলা ঘুরে যায়। ২৩-২১ ব্যবধানে গেম জিতে নেয় ভারতীয় জুটি। তৃতীয় ম্যাচে কিদম্বী শ্রীকান্ত অ্যান্ডার্স অ্যান্টনসেনকে ২১-১৮, ১২-২১, ২১-১৫ গেমে হারিয়ে ভারতকে এগিয়ে দেন।চতুর্থ ম্যাচে আবার স্কোর সমান হয়ে যায় অ্যান্ডার্স রাসমাসেন এবং ফ্রেডেরিক সোগার্ড জুটির কাছে ১৪-২১, ১৩-২১ গেমে পরাজিত হন কৃষ্ণ প্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়।

এরপর, এইচএস প্রণয় যেন নিজেকে প্রমাণ করলেন ১৩-২১, ২১-৯, ২১-১২ গেমে রাসমাস জেমকে-কে হারিয়ে ভারতকে ফাইনালে তুলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যদিও বৃহস্পতিবার ব্যাঙ্ককে থমাস কাপে ইতিহাস সৃষ্টি করেছিল ভারত কাপে। মালয়েশিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ঐতিহ্যশালী রেকর্ড গড়ল ভারত। সেমিফাইনালের পর ফাইনালে এবার ভারতের লক্ষ্য সোনা জয় করার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close