IPL 2022:কপালে চিন্তার ভাঁজ KKR -এর

আরও পড়ুন

হালফিলের ক্রিকেট দুনিয়া বর্তমানে সোশাল মিডিয়ায় নির্ভর।প্রিয় ক্রিকেটারদের লাইফস্টাইল থেকে শুরু করে খাবারের মেনু সবটাই আপনি এক নিমেষের মধ্যে সোশাল মিডিয়ায় জানতে পেরে যান। তবে অনেকসময় সোশাল মিডিয়া কিছু তথ্য দেয়না যেমন, বর্তমানে টিমের কেমন অবস্থা তা অধিকাংশ সময় গোপন রাখে।

প্রসঙ্গত এই রবিবার নাইট রাইডার্স ক্রিকেটারদের ওয়াটার ফুটবল খেলার এক ভিডিও আপলোড করেছে ক্রিকেটাররা সব বল নিয়ে সুইমিং পুলে লাফালাফি করছেন। দেখলে কে বলবে, টানা হারে

 

 টিমটা বিপর্যস্ত? হ্যা এমনটাই সোনা যাচ্ছে নেটিজেনদের চর্চায়। দিল্লি-হায়দ্রাবাদের বিরুদ্ধে কুৎসিত হারের পর মুখে চুন করেছিল এরাই। এই ক্রিকেটাররাই ড্রেসিংরুমে বসেছিলেন? লিগ টেবল বলছে, ছয় ম্যাচ খেলে কেকেআরের পয়েন্ট জয় ছয়, হার ছয়। লিগ টেবলে পজিশনও তাই–ছয়! কিন্ত না বলার বলার মধ্যে হল সোমবার যদি অমিত শক্তিধর রাজস্থান রয়্যালসের কাছে আবারও হারে,তা হলে বিপদ আরও বাড়বে মনে করা হচ্ছে। কারণ তখন, প্রথম সাতটা ম্যাচে জয়ের সংখ্যা দাঁড়াবে তিন, হার চার। এটা অনস্বীকার্য যে, অতীতে এর চেয়েও খারাপ অবস্থা থেকে প্রত্যাবর্তন করে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। গত বার টিমটা ফাইনাল খেলেছে প্রথম সাত ম্যাচে দুই জয়ের দুর্দশা থেকে।

সূত্রের খবর সোমবারের ম্যাচ নাকি রাজস্থানের কাছে গুরুত্ব নয় বরং মহাগুরুত্বপূর্ণ।আর এই রাজস্থান কিন্তু

Rajasthan Royals

অতীতের সেই নড়বড়েরাজস্থান নয়। সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান এবারের আইপিএলের অন্যতম সেরা টিম, যারা প্রতিপক্ষের ‘রক্তপাত’ ঘটানোর সব রকম ক্ষমতা রাখে। জস বাটলার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, দেবদূত পারিক্কল, ট্রেন্ট বোল্ট, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল–কে নেই টিমটায়? টিম তো নয়, নক্ষত্রপুঞ্জ যেন! রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে নামার আগে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের গলাটা কেমন শুকনোও শোনাল। হায়দ্রাবাদের বিরুদ্ধে হারা ম্যাচ থেকে পাওয়া ইতিবাচক ব্যাপারস্যাপার নিয়ে বলছিলেন অভিষেক। “ব্রেবোর্নে সে দিন ব্যাট করা সহজ ছিল না। তবু আমাদের টিম লড়েছে। শ্রেয়স ভাল খেলেছে। নীতিশ রানা ভাল খেলেছে। টপ অর্ডারের দু’জনের রান পেয়ে যাওয়াটা ভাল ব্যাপার,” বললেন নায়ার। সব ঠিক আছে। কিন্তু কথা বলার মধ্যে কোথায় গলায় তেমন জোর ?

এরমধ্যেই শুরু হয়েছে । টিম হারতে শুরু করলেই যা অবধারিত ভাবে ঘিরে ধরে। শোনা গেল, কেকেআরের থিঙ্কট্যাঙ্কের দুই অতীব গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে নাকি সম্পর্ক হালফিলে ভাল নয়। প্রায়শই নাকি লেগে যাচ্ছে। যা দেখে টিমের সিনিয়র সদস্যদের কেউ কেউ বেশ আশঙ্কিত। তাঁদের নাকি মনে হচ্ছে, টিমের পরিবেশ ভাল না হলে মাঠে গিয়ে ভাল পারফর্ম করা সম্ভব কী করে? টিমের স্ট্র্যাটেজিও ঘোরতর প্রশ্নের মুখে পড়ছে। এক, প্যাট কামিন্স (Pat Cummins) এখনও পর্যন্ত বারো ওভার মতো বল করে দেড়শোর কাছাকাছি রান দিয়েছেন। তিনি আসার সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছিল টিম সাউদিকে (Tim Southee)। যিনি উমেশ যাদবের সঙ্গে জুটি বেঁধে দারুণ বোলিং করছিলেন। দুই, ভেঙ্কটেশ আইয়ার পারছেন না দেখেও কেন সুনীল নারিনকে ওপেনিংয়ে ফেরত পাঠানো হচ্ছে না? পাওয়ার প্লে-তে ধুঁয়াধার ব্যাটিং কী করে করতে হয়, যিনি জানেন। প্রথম প্রশ্নের উত্তর তবু আছে। শোনা যাচ্ছে, কামিন্সকে বসিয়ে রাজস্থানের বিরুদ্ধে খেলানো হতে পারে সাউদিকে। কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর কি হবে তা এখনো জানা যায়নি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close