Limbo-Skating : স্কেটিং-এ বিশ্বরেকর্ড ভারতীয় খুদে ছাত্রীর

আরও পড়ুন

স্কেটিং করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখাল সাত বছর বয়সের ভারতীয় শিশুকন্যা। পুনের বাসিন্দা দেশনা নাহার একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নজিরবিহীন এই ঘটনায় রীতিমতো পৃথক উন্মাদনা ছড়িয়েছে সারা বিশ্ব জুড়ে।

স্কেটিং-এ বিশ্বরেকর্ড ছিল চিনের ১৪ বছর বয়সের এক কিশোরীর। ২০টি গাড়ির নীচ দিয়ে স্কেটিং করতে ওই কিশোরীর সময় লেগেছিল ১৪.১৫ সেকেন্ড। যা দেশনা নাহার ১৩.৭৪ সেকেন্ডে সম্পূর্ণ করে বিশ্ববাসীর কাছে নজর কেড়েছে । বিশ্ব দরবারে
ভারতের মুখ উজ্জ্বল করেছে এই শিশুকন্যা।

দেশনা নাহারের বাবা আদিত্য নাহার জানান, দেশনা ৫ বছর বয়স থেকেই স্কেটিং শিখছে। নতুন বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশে পুনে কাটরাজ খাণ্ডোয়া রোডে এক মাস ধরে অনুশীলন করছিল সে। মেয়ের এই কৃতিত্বে যার পর নাই খুশি তিনি।

টাইমস ফোর্টিন ব্যুরো, পুনে, মহারাষ্ট্র।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close