Kuortane Games: ভারতের হয়ে সোনা জয় নীরজের, খুশি দেশ

আরও পড়ুন

টোকিও অলিম্পিক্সের(Tokyo Olympics) পর এবার ফিনল্যান্ডে কোর্টেন গেমসে ‘জাভেলিন থ্রো(Javelin Throw)‘-তে সোনা জিতলেন নীরজ চোপড়া। তিনি ৮৬.৬৯ মিটার জ্যাভিলিন থ্রো করে এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। গত বছর টোকিও অলিম্পিক্সে জাতীয় রেকর্ড গড়ার পর আবারও সোনা জয় তাঁর। খুশি ক্রীড়ামহল-সহ সমগ্র দেশ।

উল্লেখ্য, গত তিনদিন আগেই পাভো নুর্মি গেমসে ফিনল্যান্ডের ওই প্রতিযোগিতায় নীরজ ৮৯.৩০ মিটার থ্রো করে। নিজেরই জাতীয় রেকর্ড ভাঙেন তিনি। কিন্তু, ওইদিন তাঁকে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়। সেদিন অবশ্য তাঁর ঝুলিতে সোনা আসেনি। সেদিনের সেই আক্ষেপ শনিবার কোর্টেন গেমসে মেটালেন নীরজ। এদিন বৃষ্টিভেজা ট্র্যাকে ৮৬.৬৯ মিটার জ্যাভিলিন থ্রো করে সোনা সংগ্রহ করেন।

টোকিও অলিম্পিক্স, কোর্টেন গেমস-এর পর নীরজ এবার প্যারিস অলিম্পিক্স ২০২৪(Paris Olympics)-এর জন্য তৈরি হচ্ছেন। কোর্টেন গেমস-এ দ্বিতীয় কেশরন ওয়ালকট ৮৬.৬৪ মিটার দূরত্বে জাভেলিন থ্রো করেন। তিনি নীরজের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তাও তিনি নীরজকে টপকাতে পারেননি। শেষপর্যন্ত নীরজ-ই সোনা জিতলেন। তার এমন জয়ে খুশি তামাম ভারতবর্ষ।

ব্যুরো নিউজ, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close