করোনার আবহের জন্য এই বছর আইপিএল (IPL) এবার ভারতেই হচ্ছে। করোনার ভয়কে দূরে করার জন্য এইবার দর্শকদেরও স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তার সাথে রয়েছে কিছু নিষেধাজ্ঞা। স্টেডিয়ামে নিজের পছন্দের দলের পতাকা নিলেও তার সাথে কোনো লাঠি নেয়া যাবে না। এমনটাই জানানো হয়েছে বিসিসিআই (BCCI)-এর পক্ষ থেকে। মুম্বাই ক্রিকেট সংস্থা থেকে প্লাস্টিকের লাঠি নিয়ে প্রবেশ করার কথা বলা হয়। কিন্তু, ভারতীয় বোর্ড তা মানা করে দেয়।
এর মধ্যেই ওয়াংখেড়ের ব্রেবর্ন স্টেডিয়ামে যারা পাটকাঠি যুক্ত পতাকা নিয়ে প্রবেশ করেছিলেন তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। জানা গিয়েছে যে,এই বছর আইপিএল-এ প্রায় ৩৩ শতাংশের মতো দর্শক সংখ্যা কমে গিয়েছে। মনে করা হচ্ছে যে ,স্টেডিয়ামে এসে খেলা দেখার আগ্রহই হয়তো মানুষের মধ্যে কমে আসছে।