রোহিতদের দল মুম্বই ইন্ডিয়ান্স জিতে যাওয়ায় দিল্লি পিছিয়ে পরে। তার ফসল গোটাটাই তুলে নিল বিরাট কোহলির দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’। শনিবার সন্ধ্যার ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে হেরে প্লে-অফ থেকে সরে গেল দিল্লি। অন্যদিকে, গতকাল মুম্বই, দিল্লির বিরুদ্ধে ম্যাচটি জেতার সঙ্গে ব্যাঙ্গালোরের জন্যে প্লে-অফে খেলার পথ প্রশস্ত করে দিয়েছে। ফলে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের প্লে-অফে জায়গা করে নিল। রোহিতের দল অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটালস পাঁচ উইকেটে হারতেই চতুর্থ দল হিসাবে প্লে-অফে চলে গিয়েছে RCB। গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়েন্টস ও রাজস্থান রয়্যালসের সঙ্গে প্লে-অফে নিজেদের স্থান পাকা করে নিল এই ক্রিকেট টিম।
আরসিবি আইপিলের প্লে-অফে নিজেদের স্থান অর্জন করে নেওয়ার আশায় মনে প্রাণে প্রথম থেকেই মুম্বইকে সমর্থন করেছিল। প্রসঙ্গত, তারা সকলেই ঋষভ পন্থদের হার কামনা করছিলেন। প্লে-অফে নিজেরা স্থান অর্জন করতে পারবে কি না এই সংশয়ে গতকাল মুম্বই বনাম দিল্লির পুরো ম্যাচটি টিম আরসিবি একসঙ্গে বসে দেখে। মুম্বই জিততেই টিম আরসিবির মধ্যে সেলিব্রেশন শুরু হয়ে যায়। তাদের সঙ্গে বিরাটের দলের ফ্যানেদের প্রতিও খুশির মেজাজ ছড়িয়ে পরে। দিল্লির পরাজয়ের পর আরসিবি-র ফ্রাঞ্চাইজির থেকে “প্লে-অফে আমরা আসছি” বলে টুইটও করা হয়।
The Journey continues…❤️
Playoffs, HERE WE COME! 👊🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/Y6ifDUPyHF
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 21, 2022