RCB – এর অধিনায়কের পদ ফিরে পেল বিরাট কোহলি

আরও পড়ুন

মঙ্গলবার আবারও ব্যাঙ্গালোরের অধিনায়কত্বের দায়িত্ব তুলে নিলেন বিরাট কোহলি। তবে সেটা মাত্র ২ ওভারের জন্য সম্ভব হল। সূত্রের খবর গত বছরই ”রয়াল চ্যালেঞ্জর্স” ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়েছিল।মঙ্গলবার ”লখনউ সুপার জায়েন্টসের” বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৯.৫ তম ওভারে আউট ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি। সেই পরিস্থিতিতে লখনউয়ের ব্যাটিং ইনিংসের শুরুতেই মাঠে নামেননি তিনি। পরিবর্তে ”আরসিবির” নেতৃত্ব দেন বিরাট।

প্রথম দুই ওভারের অধিনায়কত্ব করেন বিরাট কোহলি তারপর দ্বিতীয় ওভারের পরেই মাঠে ফিরে আসেন ডু’প্লেসি। তাঁর নেতৃত্বেই লখনউকে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর।

তবে সেইদিন ব্যাট হাতে দিনটা ভালো কাটেনি বিরাটের। মঙ্গলবার ”লখনউ সুপার জায়েন্টসের” বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে যান। বলটা যে মারাত্মক ছিল, তা নয়। তবে বল নীচে রাখতে না পারার খেসারত দিতে হয় ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ককে। 5/5অফস্টাম্পের বাইরে শর্ট লেংথের বল ছিল। শরীর থেকে দূরে খেলেন কোহলি। কিন্তু বল নীচে রাখতে পারেননি। তারপর ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ ধরেন দীপক হুডা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close