২০১৯ বিশ্বকাপে রীতিমতো ভালো খেলেও সেফি ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। ভারতীয় দলের সমর্থকরা ২০১৯ এর বিশ্বকাপ সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ক্ষত এখনও পর্যন্ত ভুলতে পারেনি। উল্লেখ্য, ৯-১০ জুলাই বৃষ্টি মাথায় নিয়ে ম্যাঞ্চেস্টারে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনাল হয়। ২০২৯ বিশ্বকাপে ভারতের হার নিয়ে সম্প্রতি ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং মুখ খুলেছেন। সেই হারের জন্য তিনি দায়ী করছেন ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলিকে এবং প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে।
যুবরাজ সিং জানিয়েছেন, “গত ২০১১ সালে আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখন আমাদের প্রত্যেকের ব্যাট করার জন্য একটি নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু, ২০১৯ সালের বিশ্বকাপে আমি সেই ব্যাপারটা লক্ষ্য করিনি। এটা মোটেই সুপরিকল্পিত ছিল না। এর আগে ২০০৩ সালে যখন আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলেছিলাম, তখন মহম্মদ কাইফ, দীনেশ মঙ্গিয়া এবং আমার ততদিনে পঞ্চাশটি করে একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। কিন্তু, ২০০৯ সালে মিডল অর্ডারে বিজয় শঙ্কর এবং ঋষভ পন্থের মতো অনভিজ্ঞ ক্রিকেটারকে রাখা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি।”
প্রসঙ্গত, ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের দল টসে জেতে৷ টসে জিতে প্রথম ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছিল নিউজিল্যান্ড। যার মধ্যে সামিল ছিল কেন উইলিয়ামসন এবং রস টেলার, তারা হাফ সেঞ্চুরি করেছিল। এদিকে ভারতে হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু, ভারতের ব্যাটিং এই ম্যাচে পুরোপুরি ফ্লপ হয়। মাত্র ৫ রান হতেই ভারতীয় দলের মাথা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কে.এল রাহুল ১-১ রান করে আউট হয়ে যান। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাড়েজা আপ্রাণ চেষ্টা করে দলকে জেতানোর জন্য। কিন্তু, দুজনেই ব্যর্থ হন তারা।
উল্লেখ্য, গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। সেসময় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বেরিয়ে গিয়েছিল ভারত। সেই বিষয়ে যুবরাজ সিং বলেন, “গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা ফের ২০১৯ সালের বিশ্বকাপের ভুলের পুনরাবৃত্তি দেখেছি। বিশ্বকাপের মতো বড়সড় আয়োজনের জন্য প্রত্যেকটি খেলোয়াড়ের নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমাদের ব্যাটসম্যানরা মিডল অর্ডারে ভালো ব্যাট করে। কিন্তু, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সেটা করতে পারেনি।”