Sundorbon : বাঘ,মানুষের লড়াই-এ নিহত এক

আরও পড়ুন

শনিবার ভোরে সুন্দরবনের নদীর খাড়িতে আচমকা এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পরে জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি বাঘ। দিলীপ সর্দার সর্দার নামের ওই ব্যক্তিকে মুখে করে জঙ্গলের দিকে রওনা দেয় বাঘটি । তাকে বাঁচাতে বাঘটির সঙ্গে লড়াই করে বাকি সঙ্গীরা।

সূত্রের খবর- নিহত ওই ব্যক্তি গত সোমবার সুন্দরবনের নদীখারীতে নদী খাড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিল। তার বয়স আনুমানিক ৪৫ বছর। শনিবার ভোরে বাড়ি ফেরার পথে এই বিপত্তি ঘটে। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। তারা সকলেই নৌকয় বসে মুখ ধুচ্ছিলেন। সেইসময় আচমকাই লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ- ঝাঁপিয়ে পারে দিলীপ সর্দার নামের ওই ব্যক্তির ওপর।
দীর্ঘক্ষণ বাঘ ও মানুষের লড়াই এর পর অবশেষে বেগতিক বুঝে শিকার ছেড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর মুখে ঢলে পড়েন দিলীপ । এখবর শোনা মাত্রই পুরো গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে।

ফোর্টিন টাইমলাইন ,সুন্দরবন ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close