জ্যেঠুর শ্রাদ্ধের জন্য ঘাটের কাজ সেরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক নাবালিকা। বৃহস্পতিবার সকালে গালিমপুর-মথুরাপুরে মহানন্দা থেকে উদ্ধার করা হয় তাকে। মৃত সেই নাবালিকার নাম টগরী মন্ডল। বয়স ১০ বছর। এমন মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। আগের দিন বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালালেও নাবালিকার হদিশ পাওয়া যায়নি। চব্বিশ ঘন্টা পর বৃহস্পতিবার সকালে তিন কিলোমাটার দূরে চন্ডীপুর-বলরামপুর এলাকায় তার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকেই দেহটি উদ্ধার করা হয়।
ফোর্টিন টাইমলাইন, মালদা।