Chopra : মাধ্যমিকে ফেল করায় আত্মহত্যার চেষ্টা এক ছাত্রীর

আরও পড়ুন

মাধ্যমিকের ফেল করায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা চোপড়া গালর্স হাই স্কুলের এক মাধ্যমিক ছাত্রী। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে চোপড়া ব্লকের মিরদা গ্রামের বাসিন্দা মুন্নি খাতুন। তিনি চোপড়া গালর্স হাই স্কুলের মাধ্যমিকের ছাত্রী। আজ সকালে স্কুলে মাধ্যমিকের রেজাল্ট নিতে যায় ওই ছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় ফেল করার কারণে ওই ছাত্রী বাড়িতে এসে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

এমত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে কর্মরত চিকিৎসকরা। ইসলামপুর হাসপাতালে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। তার শারীরিক অবস্থার কথা ভেবে ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ রেফার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পরিবারের সদস্য জামালুদ্দিন কি বলছে শুনব –

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close