এসএসসি(SSC) দুর্নীতি মামলায় ইডি-র হতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মন্ত্রিত্বপদ থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, এখনও পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী। সেই পদ থেকে অবিলম্বে তাঁকে সরানো হোক।
সূত্রের খবর, গত ২৩ জুলাই শনিবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তার আগের দিন তাঁকে টানা প্রায় ২৭ ঘণ্টা জেরা করা হয়। এরপর, ‘মন্ত্রী-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পর তাকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণ অর্থ নয়-ছয়ের অভিযোগ ওঠে। আপাতত ১০ দিন ধরে ইডি-র জেরার সম্মুখীন হতে হবে তাদের বলে খবর। মঙ্গলবার মন্ত্রীকে ভুবনেশ্বর থেক কলকাতা ফেরানোর পর সোজা নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে আলাদাভাবে জেরা করা হবে।
উল্লেখ্য, পার্থ-অর্পিতার গ্রেফতারের ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন নানান চাপানউতোর শুরু হয়েছে। সরকারের কাছে প্রথম কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পার্থ চট্টোপাধ্যায়ের পদ খারিজ করার কথা নিয়ে চিঠি পাঠিয়েছেন। নবান্নে সোমবারই তাঁর চিঠি এসে পৌঁছয়। তবে, নবান্নর তরফ থেকে তাঁর চিঠির কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
ফোর্টিন টাইম লাইন, কলকাতা।