রেশনে নিন্মমানের সামগ্রী দেওয়ার অভিযোগে সামগ্রী দেওয়ার অভিযোগে রেশনে থেকে সামগ্রী নেওয়া বন্ধ করলেন গ্রাহকেরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফালাকাটার কাদম্বিনী চা বাগান সগলগ্ন এলাকার একটি রেশনে দোকানে। এদিন সকালে রেশনে দোকানের সামনে বিক্ষোভ দেখান অধিবাসী সম্প্রদায়ের গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, এই রেশনে দোকানে দীর্ঘদিন ধরে নিম্নমানের আটা ও চাল দেওয়া হচ্ছে। এক কেজির প্যাকেটে ৬০ শতাংশ ভুষি আর ৪০ শতাংশ আটা। তাছাড়া এখানে সেদ্ধ চাল দেওয়াই হয় না। এভাবে আতপ চাল দেওয়ায় অনেক বাড়িতে হাড়িয়া তৈরি হচ্ছে। এজন্য নেশার প্রবণতাও বাড়ছে।
এবিষয়ে কাদম্বিনী চা বাগানের পঞ্চায়েত সদস্য শচীন ওরাওঁ জানান, এখানে আটার গুণগত মান খারাপ। আর হাড়িয়ায় আসক্ত হওয়ার প্রবণতা আটকাতে সেদ্ধ চাল দেওয়া উচিত। কারন, আতপ চালের ভাত কেউ খায় না।
এদিন রেশন সামগ্রী বণ্টনকারী কালীকান্ত অধিকারিকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকদের একাংশ। তবে আটা ও চাল নিয়ে শ্রমিকদের কোথাও বুঝতে ভুল হচ্ছে বলে মনে করছে প্রশাসন।
ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, ওই আটা পুষ্টিকর এবং পরীক্ষিত। আর পর্যায়ক্রমে সেদ্ধ ও আতপ চাল দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখছি। আসলে কোথাও গ্রাহকদের বুঝতে ভুল হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, ফালাকাটা।