ধর্ষকমুক্ত পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে মিছিল বিজেপি সভানেত্রীর

আরও পড়ুন

ধর্ষক যেই হোক যে দলেরই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,বিজেপির কেউ জরিত থাকলেও একই শাস্তি হোক।আমরা চাই ধর্ষকের শাস্তি সে যে দলেরই হোক,বললেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী।
সূত্রের খবর,কোন্নগরে গণ ধর্ষনের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে আজ মিছিল করেন বিজেপি মহিলা মোর্চা। সেখানেই তনুজা বলেন,ধর্ষকের অভয়ারণ্যে পরিনত হয়েছে পশ্চিমবঙ্গ।যে চারজন কোন্নগরের ঘটনায় গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।কারন কামদুনি থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো দৃষ্টান্ত মূলক শাস্তি হয়নি।কোন্নগর হাঁসখালিতে তবু গ্রেফতার হয়েছে, কাকদীপ পিংলা বা ডেবরায় এখনো গ্রেফতার করতে পারেনি।ধর্ষকের সামাজিক বা রাজনৈতিক অবস্থান না দেখে তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।ধর্ষনের পর পুড়িয়ে দেওয়া হচ্ছে প্রমান লোপাটের জন্য আর পুলিশ প্রশাসন সার্বিক ভাবে এইসব কাজে ইন্ধন দিচ্ছে দুষ্কৃতিদের নিরাপত্তা দিচ্ছে এমনটাই বললেন তনুজা ।কোনো ধর্ষনে যদি বিজেপির নেতা জরিত থাকে তারও যেন দৃষ্টান্ত মূলক শাস্তি হয়। তারপরে তিনি বলেন,এই ধরনের কাজের সঙ্গে বিজেপি জরিত নয়,ছিলও না এখনো থাকবে না।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close