Kolkata: বাকিবুরের দুই কর্মীর হোয়াটস অ্যাপ চ্যাট থেকেই লেনদেনে নিশ্চিত হয় ইডি !

আরও পড়ুন

বাকিবুর রহমানের অফিসের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি

* সেই মোবাইল ফোন থেকেই বিস্ফোরক তথ্য উদ্ধার

২০ই জনুয়ারি ২০২০ সালে হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা হয়েছিল MIC কে প্রেমেন্ট হয়ে গিয়েছে। বাকিবুর রহমান কে এই এসএমএস করা হয়েছিল কর্মীর হোয়াটসঅ্যাপ থেকে

টাকার অংক ছিল ৬৮ লক্ষ টাকা

আরো এক কর্মীর মোবাইল মোবাইলেও লেখা ছিল MIC কে পেমেন্ট হয়ে গিয়েছে সেটাই টাকার অংক ছিল ১২ লক্ষ

পরবর্তীতে বাকিবুর রহমানের দুই কোম্পানির কর্মচারীকে যখন তলব করা হয়েছিল জিজ্ঞাসবাদের জন্য সমস্ত কথা তারা স্বীকার করেছে এবং এমআইসির ফুল ফর্ম বলতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা উল্লেখ করেছিল একেবারে পরিষ্কার করেছিল বয়ানে

এই এমআইসি কে পেমেন্ট প্রসঙ্গে বাকিবুর রহমান কে জিজ্ঞাসাবাদ করা হলে বাকিবুর রহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছিল এই টাকা জ্যোতিপ্রিয় মল্লিক এর কাছে পৌঁছেছিল কিন্তু ঋণ হিসেবে গিয়েছিল। কিন্তু সেই ঋণ কোনদিন ফেরত পাইনি।

জেরায় বাকিবুর দাবি করেন টাকা নিয়েছিল নিয়েছিলেন বালু মল্লিক

আর এখানেই মনে করছে ইডি কালো টাকা সাদা করে ঋণ হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছে যেত

এছাড়া তিনটি সেল কোম্পানি বাকিবুর রহমানের হাতে ছিল

এই তিনটি কোম্পানির মাধ্যমেই সমস্ত কালো টাকা সাদা করা হতো।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে- অ্যাপলো থেকে ছাড়া পেলে বাকিবুর রহমানকে নিয়ে সামনাসামনি জ্যোতিপ্রিয়বাবুকে বসাতে চায় ইডি। তবে শেষমেশ কি হয় সেটাই এখন দেখার।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close