Cooch Behar : মরা তোর্ষায় স্নানে নেমে নিখোঁজ স্কুল ছাত্র

আরও পড়ুন

কোচবিহার জেলার মরা তোর্ষা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হ’ল এক স্কুল ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম রোহিত বর্মন। বাড়ি কোচবিহার-২ নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি এলাকায়। সে স্থানীয় মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র।

সূত্রের খবর, শনিবার দুপুরে রোহিত বর্মন-সহ মোট ৪ জন ছাত্র স্নান করার লক্ষ্যে মরা তোর্ষা নদীতে নামে। এরপরই জলে তলিয়ে যায় রোহিত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। সেই সময় খবর যায় সিভিল ডিফেন্সের কর্মীদের কাছে। নিখোঁজ ছাত্রের খোঁজে চলছে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সহপাঠীদেরকেও। কদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল মরা তোর্সাও। যার পরিণতিতে নিখোঁজ হতে হ’ল ওই স্কুল ছাত্রকে।

ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close