Raiganj : রাতপর্যন্ত চলছে নানান অসামাজিক কাজ !পার্ক বন্ধের দাবি

আরও পড়ুন

সকাল থেকে রাত পর্যন্ত অল্পবয়সী নারী-পুরুষদের নানান অসামাজিক কাজ চলছে স্থানীয় কুলিক ইকো পার্কে । সূত্রের খবর, এমন-ই অভিযোগ তুলে রায়গঞ্জ কুলিক ইকো পার্ক বন্ধ করার দাবিতে মণিপাড়ার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাদের দাবি-অবিলম্বে রায়গঞ্জ কুলিক ইকো পার্ক বন্ধ করতে হবে। প্রায় ৩ মাস আগে পার্ক বন্ধ করার দাবিতে স্থানীয় বাসিন্দারা ডেপুটেশন পর্যন্ত জমা দিয়েছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে। কিন্তু কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।

প্রসঙ্গত, রায়গঞ্জের কুলিক ইকো পার্ক প্রেম নিবেদনের মৃগয়াভূমি হয়ে উঠেছে বলে অভিযোগ। আরও অভিযোগ, এই পার্কে আসা যুবক-যুবতীরা অশ্লীল কাজকর্ম চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন। ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হয়ে পড়ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। পার্কের ভেতরে হওয়া অশ্লীল কাজ কর্মের জন্য স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে পারছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের আরও অভিযোগ, এমনটি চলতে থাকলে দৃশ্যদূষণ বাড়বে, নষ্ট হবে পরিবেশ। জাহান্নামে যেতে বাধ্য হবে তাদের সন্তান-সন্ততিও।

ফোর্টিন ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close