Jalpaiguri : এসএফআই -এর ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড

আরও পড়ুন

বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড। ব্যারিকেড ভাঙ্গা থেকে শুরু করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মৃদু লাঠিচার্জের অভিযোগ। আবার কোতয়ালী থানার আইসি সহ দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ডিপিএসসিতে। সংগঠনের বক্তব্য শান্তিপুর্ন ডেপুটেশন কর্মসুচিতে পুলিশ ব্যারিকেড করে বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল। তাতেই এই ঘটনা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, ডেপুটেশনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল অথচ সংগঠনের কর্মীদের অন্য ঘটনা করতে দেখা গিয়েছে ।

সূত্রের খবর, গ্রামাঞ্চল, চা বাগান এলাকা সহ জেলার বেশ কিছু জায়গায় প্রাথমিক এবং আপার প্রাথমিক স্কুল বন্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার। এমনি অভিযোগ এসএফআই এর। জলপাইগুড়ি জেলাতে এই সংখ্যা ২১৮ টি হলেও রাজ্য জুরে এই রকম ৮ হাজার ২০৭ টি স্কুল আছে। এতে ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে। সরকারি এই অভিসন্ধির প্রতিবাদে এদিন ডি পিএসসি অভিযান করে ডেপুটেশন দেওয়া কর্মসুচি নেওয়া হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কর্মীরা সমাজ পাড়া থেকে মিছিল করে শহর ঘুরে ডিবিসি রোডে ডিপিএসসি দফতরে যায়। কিন্তু দফতরের গেটে পুলিশের ব্যাড়িকেড দেখে সেই ব্যাড়িকেড ভেঙ্গে ফেলে সংগঠনের কর্মীরা। এর পরেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এসএফআই এর রাজ্য সম্পাদক শৃজন ভট্টাচার্য বলেন -ডেপুটেশন কর্মসুচি ছিল। অথচ পুলিশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়। ফলে যা হওয়ার তাই হয়েছে। এর পরে চাপে পরে ডেপুটেশন নেওয়া হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে স্কুল বন্ধ করা হবে না। এরপরেও যদি স্কুল বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে বড় ধরনের আন্দোলন করা হবে বলে জানান তিনি। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খানবাহালে জানান ডেপুশেটেন দেবার জন্য অনুমতি দেওয়া হয়েছিল।কিন্তু সেখানে গিয়ে অন্য ঘটনা ঘটেছে । স্বাভাবিক ভাবেই এদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে এস এফ এই এর রাজ্য সেক্রেটারি সৃজন ভট্টাচার্য কি বলেছেন শুনে নেব –

জলপাইগুড়ি থেকে শংকর ভট্টাচার্যের রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close