Siliguri : হঠাৎ হওয়া অগ্নিকান্ডে মাথায় হাত ব্যবসায়ীদের

আরও পড়ুন

শুক্রবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে গেল তিনটি দোকান। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টা নাগাদ শিলিগুড়ির বাগডোগরার এয়ারপোর্ট মার্কেটে।

সূত্রের খবর মার্কেটের পাশে পরপর তিনটি দোকান ভস্মীভূত হয়ে যায়। পার্শ্ববর্তী একটি এটিএমের গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দমকল ও স্থানীয়দের খবর দেন। তৎক্ষণাৎ খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন চলে আসে ঘটনাস্থলে।প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।তাঁদের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের জেরে এই অগ্নিকান্ড।অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন তিনটি দোকানে মোট ৩০লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশও। আগুনের লেলিহান শিখা দোকানের সর্বস্ব গ্রাস করায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। বর্তমানে দ্রাব্যমূল্যের দাম আকাশছোঁয়া পাল্লাদিয়ে মহার্ঘ হচ্ছে ওষুধ পত্র সহ পেট্রল- ডিজেল সব মিলিয়ে জিনিসপত্রের দাম এখন উর্ধমুখী এমন অবস্থায় সমস্যা বেড়ে গেল ব্যবসায়ীদের। প্রসঙ্গত এই বিপর্যয় যেন শোকের ছায়া নামিয়ে দিয়েছে ব্যবসা মহলে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close