রায়গঞ্জের ক্যারাটে প্রশিক্ষিতরা আবারও মুখ উজ্জ্বল করল শহরের। গত ৩০ এপ্রিল কলকাতার যাদবপুরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। সেখানে ইউনিক ক্যারাটে ক্লাসেস এর পক্ষ থেকে ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪৫ টি মেডেল তারা নিয়ে আসে। যা স্বভাবতই প্রশংসনীয়। রবিবার তাদের হাতে রায়গঞ্জ ইউনিভার্সিটি ময়দানে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন তাদের প্রশিক্ষক পলাশ দত্ত। ক্ষুদেরা এদিন নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত হয়। রায়গঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঝুমকি পোদ্দার এমন একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে যথেষ্ট খুশি।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।