ট্রেন্ডিংয়ের যুগে আসিড এট্যাকও এখন ট্রেন্ড-এ চলছে। শনিবার আবারও এই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে উত্তরপ্রদেশকে। স্ত্রীর অনেকরাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে শুরু হয় অশান্তির সূত্রপাত। স্ত্রীর দেরির কারণ জানতে চেয়েছিলেন স্বামী, তাতেই স্ত্রী ক্ষুব্ধ হয়ে স্বামীর মুখে আসিড ছুড়ে মারেন।
সূত্রের খবর, এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের কুপারগঞ্জ এলাকায় শনিবার রাতে। মহিলাটির নাম পুনম। তার স্বামীর নাম ডাব্বু। ডাব্বু পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে তার স্ত্রী অনেক দেরি করে বাড়ি ফিরেছিলেন, দেরি হওয়ার কারণ জানতে চেয়েছিলেন ডাব্বু, আর তখনি ক্ষুব্ধ হয়ে যান ডাব্বুর স্ত্রী পুনম। দুজনের মধ্যে অশান্তি চরমে পৌঁছে যাওয়ায় ডাব্বুর স্ত্রী বাথরুম থেকে এসিডের বোতল নিয়ে এসে স্বামীর মুখে আসিড ছুড়ে দেন।
জানা গিয়েছে- এই ঘটনার পর ডাব্বুকে উরাসলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনায় কালেক্টরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুনমকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা।
ফোর্টিন টাইমলাইন, লখন।