Cooch Behar : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

আরও পড়ুন

বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙা এলাকায়। নিহত ওই ব্যক্তির নাম ধজেন্দ্রনাথ বর্মন। তিনি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতেরই পূর্ব সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা।

সূত্রের খবর, নিহত ওই ব্যক্তি ইলেকট্রিক ওয়্যারিং – এর কাজ করতেন। এদিন গর্ভডাঙা এলাকায় কাজে যান ধজেন্দ্রনাথবাবু। সেখানে কোনওভাবে ইলেকট্রিকের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তড়িঘড়ি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান।
সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close