রথের মেলায় গ্যাস বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণ ঘটল মেলার একাংশে। গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় জখম হয়েছেন ২ মহিলা, ৩ শিশু-সহ ১০ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায়।
সূত্রের খবর, দাসপুর এলাকায় উল্টো রথের মেলা চলছিল। প্রতিবছরই এই মেলা দেখতে উপচে পড়া ভিড় থাকে। এই বছরও তার ব্যতিক্রম ছিল না। সেই মেলাতেই শনিবার এক গ্যাস বেলুন বিক্রেতার দোকানে বেলুন ফোলাতে গিয়ে ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। পাশেই দাঁড়িয়ে ছিলেন অনেকে উৎসুক ক্রেতা। হঠাৎই গ্যাস বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। যার ফলে আহত হন অনেকেই। আহতদের সঙ্গেসঙ্গে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা গুরুতর আহত হলেও পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। এঘটনা চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। বেলুন বিক্রেয়তাও আহত হয়ে চিকিৎসাধীন।
ফোর্টিন টাইমলাইন, পশ্চিম মেদিনীপুর।